।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৪ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ’ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম’র সার্বিক নির্দেশনায় ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম’র তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো: হাবিবুর রহমান’র নেতৃত্বে সূত্রাপুর সার্কেলের একটি টিম ঢাকা মেট্রোপলিটনের সূত্রাপুর থানাধীন ৩৪ বিকে দাস রোড এলাকায় সোমবার (১৮ নভেম্বর) অভিযান চালায়।
উক্ত অভিযানে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ কক্সবাজারের হ্নীলার মাদক ব্যবসায়ী ওসমান গাজী (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ওসমান গনি স্থায়ী ও হাল সাং- নয়াপাড়া মধ্য হ্লীলা (শাহ জালাল মেম্বারের বাড়ীর দক্ষিণ পার্শ্বে), ইউপি- হোয়াইক্যং, ওয়ার্ড নং-০৫, থানা- টেকনাফ,জেলা-কক্সবাজারের হাবিবুল্লাহ’র সন্তান।
গ্রেপ্তারকৃত ওসমান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি হ্নীলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান’র সহযোগী হিসেবে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসে। প্রতি চালানে ২০০০ পিস ইয়াবা এনে সে ৩০,০০০ টাকা করে পেতেন।
ইতোপূর্বে ঢাকার জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইয়াবা পৌঁছে দিয়েছে। তার বিরুদ্ধে পূর্বে মাদক মামলা আছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় সূত্রাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।