বৃহস্পতিবার - দুপুর ১:৩২

তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

।। টি,এম শরীফ উদ্দিন ।।
সিরাজগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪ (দৈরাস):

সিরাজগঞ্জের তাড়াশ থানার একাধিক নাশকতা মামলার আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান (৫০) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলের দিকে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের রাজাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার তাড়াশ পৌর এলাকার খানপাড়া নিবাসী মৃত বক্স খানের ছেলে এবং দীর্ঘদিন ধরে তিনি তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বরের রাতের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার সাহেব ধানের শীষের প্রচারণা করার উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় যান। বাজার সংলগ্ন খেলার মাঠে নির্বাচনী বক্তব্য শুরু করলে আসামিরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের অসৎ উদ্দেশ্যে সফল করার লক্ষ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে ।দঅস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পরামর্শ করে। বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী বক্তব্যের সময় উপুর্যপরী ককটেল বিস্ফোরণ করে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে। তারা আব্দুল মান্নান তালুকদারকে হত্যার উদ্দেশ্যে হকিষ্টিক রাম দা ও ধারালো অস্ত্র সস্ত্র্ দিয়ে এলোপাথাড়িভাবে মারধর করেন এবং তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। এ সময় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার তার জীবন বাঁচানোর জন্য মাইক্রোবাসে উঠলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই সময় আব্দুল মান্নান তালুকদার দ্রুত গাড়ি থেকে নেমে কোনোমতে জীবন বাঁচান। কিন্তু আসামিরা তাতেও থামেন না, পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে তাড়াশ থানায় দুইটি নাশকতা মামলা আছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-৪ (সিপিসি-২) এর একটি অভিযানিক দল সাভারের রাজাবাড়ী এলাকায় যৌথ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Skip to content