নাটোর, ১৩ নভেম্বর ২০২৪ (দৈরাস):
নাটোর জেলার বাগাতিপাড়া থানার সাবেক কনস্টেবল মোঃ সফির উদ্দিন সরদার, পিতা-মৃত রহিম উদ্দিন সরদার, গ্রাম-সাঁকোয়া, ডাকঃ-কামারবাড়ী, থানা-বাগমারা, জেলা-রাজশাহী। গত বুধবার (০৬ নভেম্বর) নাটোর জেলা হতে বদলিসূত্রে নওগাঁ জেলার উদ্দেশ্যে নাটোর জেলার বদলি সিসি নং-১৯৮২, মূলে রওনা হন। বদলিকালীন ছুটি ভোগরত অবস্থায় গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১ টা ৩০ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৩১ ডিসেম্বর ১৯৮৫ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী পুলিশ সদস্য ছিলেন। তিনি কর্মজীবনে পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর, নীলফামারী জেলা, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী, বান্দারবান জেলা, ঠাকুরগাঁও জেলাসহ নাটোর জেলাসহ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী জেলার বাগমারা থানাধীন সাঁকোয়া গ্রামে ০৮ জুলােই ১৯৬৬ জন্ম গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি ০৩ (তিন) পুত্র সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে নাটোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মোঃ মারুফাত হুসাইন পুলিশ সুপার, নাটোর জানান, কনস্টেবল মোঃ সফির উদ্দিন সরদার এর মৃত্যুতে নাটোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। তিনি বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।