।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ০৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
মাদক ও সন্ত্রাস কে না বলুন উগ্রবাদ নয়, শান্তি সম্প্রতিময় সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠুক এই শ্লোগান কে সামনে রেখে
আদিবাসীদের ঐতিহ্যকে তুলে ধরতে জয়পুরহাটে সদর উপজেলা ভাদসা ইউনিয়নে পালী বুড়িখালী মন্দিরের ৩৩১তম আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরায় উৎসব ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে। এ উৎসবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উত্তবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল তাদের বিচিত্র ধরনের গীতি ও নৃত্য পরিবেশন করে।
এছাড়া উৎসবে আদিবাসী ভাষায় রচিত গীতিনৃত্য ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে এ উৎসবকে কেন্দ্র করে বুড়িখালী মন্দিরের চার পাশে বসেছে গ্রামীণ মেলা। নানা বয়সী মানুষের পদচারনায় মুখরিত হয়েছে এই আদিবাসী পল্লী।
২ দিন ব্যপী এ মেলা ০৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৪ নভেম্বর বিকেলে। এদিন সদর উপজেলার আদিবাসী পল্লী পালী গ্রামের খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে আদিবাসী সংঘ। দুই দিনে ২১টি দল নৃত্য ও গান পরিবেশন করেন।
আয়োজনটি দেখতে আসেন দূর দুরান্ত থেকে বিভিন্ন এলাকার মানুষ।
এ উৎসবের সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদিবাসী সংঘের সমন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদের রতন সিং।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, বাংলাদেশ আদিবাসী সংঘের জেলা কমিটির উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, নগেন্দ্রনাথ সিং, সতিশ চন্দ্র পাহান, দিলীপ সিং প্রমুখ।
এসময় আদিবাসী নেতা বাচ্চু চন্দ্র মাহাতো বলেন, আমাদের এই উৎসবের মূল উদ্দেশ্য অতিপ্রাচীন সহরায় উৎসব বর্তমান প্রজন্মের কাছে জাগ্রত রাখা। এই উৎসব যাতে মুছে না যায়, সে জন্য সরকারের কাছে আগামীতেও সার্বিক সহযোগিতা চাই।