।। টি,এম শরিফ উদ্দিন ।।
সিরাজগঞ্জ, ০৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
সিরাজগঞ্জ ইকনমিক জোন যমুনা সেতুর ১ কিলোমিটার দক্ষিনে (ভাটিতে) যমুনা নদীর তীর ঘেঁষে বটশিমুল, চক বয়ড়া, বড় বেড়াখারুয়া সহ বয়ড়ামাছুম চরের আংশিক অংশ নিয়ে গড়ে উঠেছে এই ইকোনমিক জোন যা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল নামে খ্যাত। যমুনা নদীর একটি শাখা নদী এই জোনকে উত্তর দক্ষিণে ভাগ করে জোনের মাঝে দিয়ে বয়ে গেছে।
জোন কর্তৃপক্ষ তাদের নিজস্ব প্রয়োজনে জেটি ঘাট, রাস্তা ও অন্যান্য নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য যে জায়গার দরকার তা হলো এই বিস্তৃর্ন বয়ড়ামাছুম চর।
বয়ড়ামাছুম চর ঘুরে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বয়স্ক ব্যক্তি দৈনিক রাষ্ট্রীয় সংবাদ এর প্রতিবেদককে জানান যে, যদি জোন কর্তৃপক্ষ এই বয়ড়ামাছুম চরকে ভূমি অধিগ্রহণ করার মধ্যদিয়ে তাদের প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত না করে তাহলে উক্ত চরঅঞ্চলবাসী আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হবে যা বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থার পরিপন্থী। চরের মানুষের দাবী, বার বার এই বয়ড়ামাছুম জমির ভূমি জরিপ করা হলেও চরের মানুষ আজও জানেনা সেই জরিপের ভবিষ্যৎ কি?
ইতিমধ্যেই এই ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে চরঅঞ্চল ও সিরাজগঞ্জের মানুষের মধ্যে কর্মসংস্থানের আশা কাজ করছে। সেই সাথে যোগ হচ্ছে সিরাজগঞ্জসহ দেশের সকল ভ্রমন পিপাসুদের জন্য নয়নাভিরাম দৃশ্য অবলোকন করার এক নতুন আকর্ষণ।
এরমধ্যে জোন কর্তৃপক্ষ তাদের বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দের কাজ শুরু করেছে। সব কিছু ঠিক থাকলে আশা করা যায় যে এ বছরেই সিরাজগঞ্জ হতে যাচ্ছে উত্তরবঙ্গের শিল্প শহর।
১০৬৫ একর (৩১৯৫ বিঘা) জমি নিয়ে গড়ে উঠেছে বেসরকারী ভাবে ইকোনমিক জোন ও অর্থনৈতিক অঞ্চল। যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে কয়েক লাখ মানুষের।
সিরাজগঞ্জ জেলা শহর ঘেঁষা পাইকপাড়া এলাকায় সরকারী অর্থায়নে ৪০০ একর (১২০০ বিঘা) জমি নিয়ে গড়ে উঠেছে আর একটি শিল্প পার্ক যা বিসিক শিল্প পার্ক নামে খ্যাত। এই শিল্প পার্কটি চালু হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে কর্তৃপক্ষ কর্তৃক জানাগেছে।
সেই শুভ দিনের অপেক্ষায় রয়েছে সিরাজগঞ্জবাসী।