বৃহস্পতিবার - দুপুর ১:২২

সিরাজদিখানে লায়ন্স ক্লাব’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজদিখানে লায়ন্স ক্লাব'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হতদরিদ্র প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ডায়াবেটিক পরীক্ষাসহ ফ্রি ঔষধ বিতরণ করেছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার নিমতলা এলাকায় মডার্ন গ্রীন সিটির সার্বিক সহযোগিতায় ও মডার্ন গ্রীন সিটির প্রাঙ্গনে বিনামূল্যে- নানা বয়সী,নারী,পুরুষসহ বৃদ্ধ ও শিশুদের,বিশেষজ্ঞ চিকিৎসক ধারা চক্ষু পরীক্ষাসহ ঔষধ প্রদান করেন চিকিৎসকরা।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।

ফ্রি সেবা নিতে আসা কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস গ্রামের শিবু ঘোষ(৫৫) বলেন, ‘সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। নিজের চোখের সমস্যা নিয়ে আসছিলাম, বাইরে ডাক্তার দেখাতে ৫০০ থেকে ১০০ টাকা লাগে। এখানে ফ্রিতে ডাক্তার দেখে ওষুধও দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের ঢাকা জেলার গভর্নর মোঃ শফিউল আলম ও মর্ডান গ্রীন সিটির চেয়ারম্যান লায়ন মোঃ সেলিমুল্লা মিয়া।

পরে মডার্ন গ্রীন সিটি এলাকায় সবুজ বনায়ন গড়ে তুলতে বিভিন্ন স্থানে প্রায় দেড় শতাধিক বৃক্ষ রোপন করে লায়ন্স ক্লাব।

Facebook Comments Box
Skip to content