মুন্সিগন্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, টেংগুরিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার হাসান, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ, উপজেলার সকল বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।