বৃহস্পতিবার - দুপুর ১:৪৩

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্টের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি নিয়োগ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তেও এখনো প্রোভিসি খালি আছে।

এদিকে দ্রুততম সময়ে উপাচার্য নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসের স্থবিরতা কাটানোর দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় প্রায় সোয়া এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। শনিবার (২১ সেপ্টেম্বর) ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়ে মহাসড়ক অবরোধ করে। দ্রুত উপাচার্য না পেলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। রাঙামাটি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তেও এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে পদায়নে বৈষম্যবিরোধী আন্দোলনের আদর্শ রক্ষিত হচ্ছে না বলে সংখ্যালঘু কমিউনিটির অভিযোগ। তারা বলছেন, কেবল এক কমিউনিটির লোককে ভিসি, প্রোভিসি নিয়োগ দেয়া হচ্ছে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অন্যান্য কমিউনিটির মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছ। তারা খালি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি, প্রোভিসি নিয়োগে সংখ্যালঘু কমিউনিটি থেকে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে বাছাই করে নিয়োগ দেয়ার দাবি করেছেন।

Facebook Comments Box
Skip to content